সিলেটে নদনদীর পানি কমছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্যানুযায়ী, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে৷ 

নদীর অন্যান্য পয়ন্টে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 



এদিকে, সিলেট আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী,গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ৩৮ দশমিক ৭ মিলিমিটার। আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ১২ মিলিমিটার। 


অন্যদিকে ভারতের আবহাওয়া বিভাগসূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৯টানথেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পর্যন্ত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ ৭৬ মিলিমিটার। 


সিলেটভিউ২৪ডটকম/এনএফ