মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ২৩৫টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম।

এ সময় পরিবারগুলোকে চাল, ডাল, তেল, মরিচ, চিনিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার দেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের সামনে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের এসপি মো. মঞ্জুর রহমান, পিপিএম (বার), রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, রাজনগর থানার ওসি মো. আব্দুছ সালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু পাল, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-৫৫৪৪