সিলেট নগরীতে প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। চরম দুর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

 


সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, সিলেটে আজ সোমবার (২৪ জুন) ২০ শতাংশ লোডশেডিং হচ্ছে। ৮০ শতাংশ বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। বিকেলে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিলো ২১৫ মেগাওয়াট আর সিলেট জেলায় ছিলো ১৪০ মেগাওয়াট।

 

নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা ইকবাল মিয়া বলেন, আজ প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অন্তত চারবার লোডশেডিং হয়েছে।ঘন ঘন লোডশেডিংয়ের ফলে অনেক কাজে ঘটছে চরম ব্যাঘাত। বাসার শিশুরা পড়ালেখায় মনযোগ দিতে পারছে না।  ফলে সবদিকেই ক্ষতি করছে এ লোডশেডিং।

 

জালালাবাদ এলাকার ব্যবসায়ী মারুফ আহমদ বলেন, খুব বাজে অবস্থা। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। 

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির সিলেটভিউকে বলেন,আমরা গুরুত্ব সহকারে লোডশেডিং যাতে কমিয়ে আনা যায় এজন্য কাজ করছি।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি