(প্রতীকী ছবি)

৪৩ ঘন্টা পর মৌলভীবাজারের মনু নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

 



নিহতের নাম মো. রিমন শেখ (১২)। সে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের মনির শেখের ছেলে। 

 


মঙ্গলবার (২৪ জুন) সকালে স্থানীয় এলাকাবাসী কনকপুর ইউনিয়নের মনু নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 


জানা যায়, মনির শেখ ও তাঁর পরিবার দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণের ঘরে বসবাস করতো। শনিবার (২২ জুন) দুপুরে মনু ব্যারেজ এলাকায় সাঁতার কাটতে নেমে  নিখোঁজ হয় রিমন শেখ।

 

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

 

সিলেটভিউ২৪ডটকম / তমাল / ডি.আর