সিলেটের জকিগঞ্জে গত বৃহস্পতিবার ভারতীয় চোরাই চিনি ছিনতাইকাণ্ডে উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তিনি। তিনি লিখিতভাবে এর প্রতিবাদ জানিয়েছেন।

 



সরকারনিবন্ধিত নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম-এ ‘সিলেটের আরেক উপজেলায় ছাত্রলীগের বিরুদ্ধে চিনি ছিনতাইয়ের অভিযোগ’ শিরোনামে শনিবার (১৫ জুন) একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে অভিযোগকারী তার বক্তব্যে উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদকে অভিযুক্ত করেন।


তবে সুলতান তার প্রতিবাদলিপিতে উল্লেখ করেন- সংবাদটি মিথ্যা ও বানোয়াট। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

 


এমন সংবাদ প্রকাশে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হয়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন এই ছাত্রলীগ নেতা।

 

 

সিলেটভিউ২৪ডটকম / ডি.আর