হবিগঞ্জের বানিয়াচংয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি ব্যবসা প্রতিষ্টান। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 

সোমবার (২০ মে) সকালে বানিয়াচং উপজেলার মার্কুলী বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, মার্কুলী বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে যা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সেখানে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
 

এ ব্যাপারে বানিয়াচং ফায়ার সার্ভিস লিডার মো. রিয়াজ উদ্দিন জানান, একটি ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুণে ৪টি দোকান পুড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-৩০৭৮